নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২২; সময়: ৬:১৯ অপরাহ্ণ |
নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর সপুরাস্থ হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ আগষ্ট) দুপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।

প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেণী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে আমাদের নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে। দীর্ঘমেয়াদী উন্নয়নে ডেল্টা প্ল্যান প্রণয়ন করা হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের বিশাল যুবশক্তি রয়েছে। যা পৃথিবীর অন্য কোন দেশের নেই। এই যুবশক্তিকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরো এগিয়ে যাবে।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র- ১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিল শাহাদত আলী শাহু, জোন কাউন্সিলর মাজেদা বেগম, হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা আখতার,

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে