পুলিশ পরিচয়ে সুজানগরে এক বিজিবির সদস্যের ৮ লক্ষাধিক টাকা ছিনতাই

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২২; সময়: ৮:২৮ অপরাহ্ণ |
পুলিশ পরিচয়ে সুজানগরে এক বিজিবির সদস্যের ৮ লক্ষাধিক টাকা ছিনতাই

এম এ আলিম রিপন, সুজানগর : পুলিশ পরিচয়ে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) এক সদস্যের কাছ থেকে ৮ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর নাম শরিফুল ইসলাম, তিনি সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অর্ন্তগত আহম্মদপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য শরিফুল ইসলামের পিতা হাবিবুর রহমান আমিনপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। জানাযায়, শরিফুল ইসলাম গত বৃহস্পতিবার বেলা ১১টার স্থানীয় জনতা ব্যাংক, কাশিনাথপুর শাখা থেকে ৭ লাখ ৯০ হাজার টাকা তোলেন। তার কাছে থাকা আরও ১৫ হাজারসহ মোট ৮ লাখ ৫ হাজার টাকা নিয়ে যাবার পথে আমিনপুর থানাধীন নান্দিয়ারা গোরস্থানের পাশে একটি মাইক্রোবাস তার গতি রোধ করে পুলিশ পরিচয়ে জোর করে গাড়িতে তোলেন এবং হাত-চোখ বেঁধে প্রায় ২ ঘণ্টা গাড়িতে বিভিন্ন জায়গায় ঘোরায়।

এ সময় শরিফুলকে মারপিট করে অস্ত্রের মুখে একটি স্মার্ট ফোন ও ৮ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দুপুর একটার দিকে আহম্মদপুর ইউনিয়নের চব্বিশমাইল আলাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাড়ি থেকে ফেলে দিয়ে ছিনতাইকারীরা চলে যায়।

ভুক্তভোগী শরিফুল ইসলাম জানান, তাঁকে গাড়ি থেকে ফেলে দেবার পরে তিনি গাড়ির পেছন থেকে নম্বরটি দেখে রাখেন যার নম্বর ১৩- ৬৯৩২। এ ব্যাপারে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, ছিনতাইকারীদের সনাক্ত করতে ও মাইক্রোবাসটি জব্দ করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে