নতুন ডেপুটি স্পিকারের শপথ ২৮ আগস্ট

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২২; সময়: ১০:৫৫ পূর্বাহ্ণ |
খবর > জাতীয়
নতুন ডেপুটি স্পিকারের শপথ ২৮ আগস্ট

পদ্মাটাইমস ডেস্ক : নতুন ডেপুটি স্পিকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী রোববার (২৮ আগস্ট)। শপথের দিনক্ষণ নির্ধারণ করা হলেও জানানো হয়নি কে হচ্ছেন নতুন ডেপুটি স্পিকার।

সংসদ সচিবালয় লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন সিনিয়র সহকারী সচিব শওকত আকবর স্বাক্ষরিত চিঠি থেকে বৃহস্পতিবার (২৫ আগস্ট) এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, রোববার সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনস্থ ৭ম লেভেলে রাষ্ট্রপতির চেম্বারে একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

গাইবান্ধা-৫ আসন থেকে নির্বাচিত সাতবারের সংসদ-সদস্য প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া মারা যাওয়ায় ডেপুটি স্পিকারের পদ শূন্য হয়েছে। এ শূন্য পদে নতুন কে আসছেন তা নিয়ে আলোচনা চলছে।

ডেপুটি স্পিকার পদের জন্য সরকার দলের রাজনীতির অন্দরমহলে কিছু নাম আলোচিত হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। যে নামগুলো সবচেয়ে বেশি আলোচনায় আসছে- স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম।

জানা যায়, এদের মধ্যে ডেপুটি স্পিকারের শূন্য পদে আলোচনায় এগিয়ে আছেন পাবনা-১ আসনের সংসদ-সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে