রাজশাহী জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২২; সময়: ১০:২৯ অপরাহ্ণ |
রাজশাহী জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানাকে জড়িয়ে বিভিন্নভাবে অপপ্রচার করার অভিযোগ উঠেছে। একটি চক্র রাজনৈতিক প্রতিহিংসায় একের পর এক তাকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করছে বলে এক বিবৃতিতে তিনি দাবি করেছেন।

সাকিবুল ইসলাম রানা জানান, গত ২৪ ফেব্রুয়ারী কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক রাজশাহী জেলা ছাত্রলীগের ৩০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেন। সেই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পায় আমি। এরপর থেকে একটি চক্র রাজনৈতিক প্রতিহিংসা মুলক আমাকে জড়িয়ে বিভিন্নভাবে অপপ্রচার করছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও কিছি ভূইভোড় অনলাইনে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার করা হচ্ছে।

বিবৃতিতে তিনি আরও জানান, বৃহস্পতিবার কিছু অনলাইন নিউজ পোর্টালে মদ্যপ অবস্থায় গণধোলাই খেয়েছি এমন সংবাদ প্রকাশ করা হয়েছে। যা মিথ্যা, বানোয়াট ও প্রতিহিংসা মুলক।

প্রকৃত ঘটনা হচ্ছে, বুধবার রাতে নগরীর ঘোষপাড়া মোড়ে জেলা ছাত্রলীগের কয়েকজন চা খাচ্ছিলেন। সেখানে তাদের সাথে স্থানীয় কিছু যুবকের কথা কাটাকাটির এক পর্যায় হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে ঘটনার সমাধান করে। এর বেশী আর কোন ঘটনা সেখানে ঘটেনি। এছাড়া আমি ওই ঘটনার বিষয় কিছুই জানি না। আমি বাসায় ছিলাম। -বানিজ্যিক

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে