বেশি মুনাফার আশায় দাম বাড়িয়েছে কিছু ব্যবসায়ী : প্রধানমন্ত্রী

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২; সময়: ১০:০২ অপরাহ্ণ |
বেশি মুনাফার আশায় দাম বাড়িয়েছে কিছু ব্যবসায়ী : প্রধানমন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : অধিক মুনাফার আশায় কিছু ব্যবসায়ী অতিরিক্ত দাম বাড়িয়েছে অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার কঠোরভাবে বিষয়টি তদারকি করছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে জন্মাষ্টমী উপলক্ষে ভার্চুয়াল মাধ্যমে ঢাকেশ্বরী মন্দিরের সাথে যুক্ত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ মানবতার ধর্মে বিশ্বাস করে। সব মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। তবে কারো অনুভূতিতে আঘাত দেয়া ঠিক নয়।

হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে সনাতন ধর্মাবলম্বী বিশ্বাসীদের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। তাঁরই জন্ম তিথি স্মরণে জন্মাষ্টমী হিসেবে পালন করা হয়।

এ উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সনাতন ধর্মাবলম্বীদের ওপর নানা সময়ে সহিংসতার কথা স্মরণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, নিজেদের মতো করে ধর্ম পালন করবে সবাই। তবে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কোন কথা বলা ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, সম্প্রতি নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, অধিক মুনাফার আশায় কিছু ব্যবসায়ী অতিরিক্ত দাম বাড়িয়েছে। সরকার কঠোরভাবে বিষয়টি তদারকি করছে।

তিনি জানান, মানুষের কষ্ট লাঘবে ৫০ লাখ মানুষের জন্য ১৫ টাকায় চাল কেনার কার্ড এবং চাল, ডাল, তেল ও চিনি কেনার জন্য এক কোটি মানুষকে ন্যায্য মূল্যের কার্ড দেয়া হবে। এসময় তিনি স্বাবলম্বীদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে