দুর্গাপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও শহিদদের স্মরণে আলোচনা

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২; সময়: ৭:৫৮ অপরাহ্ণ |
দুর্গাপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও শহিদদের স্মরণে আলোচনা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শাহাদাত বার্ষিকী ও সকল শহিদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দাওকান্দি সরকারি কলেজ মাঠে উপজেলার জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মো. আব্দুল ওয়াদুদ দারা।

জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফিরোজ আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হাসান দুদু, আমানুল হাসান দুদু, এ্যাড. ইব্রাহিম হোসেন, অধ্যক্ষ(অবঃ) আমজাদ হোসেন নবাব এবং আলহাজ্ব জাকিরুল ইসলাম সান্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সামাদ মোল্লা এবং আলফোর রহমান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাস রানা, জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মর্জিনা পারভীন, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল মান্নান ফিরোজ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ১৯৭৫’র ১৫ আগষ্ট একটি কু-চক্রী মহল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা, শিশু রাসেলসহ অনেককে নৃশংসভাবে হত্যা করেছিলো। তারা পৃথিবী থেকে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারকে নিশ্চিহৃ করতে চেয়েছিল। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে বিএনপি জামায়াত জোট যে ষড়যন্ত্র করেছিলো, তারা তাতে সফল হতে পারেনি। ভবিষ্যতেও তাদের উদ্দেশ্য সফল হবে না।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে