নওগাঁর মহাদেবপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মানববন্ধন

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২; সময়: ৬:৩৫ অপরাহ্ণ |
নওগাঁর মহাদেবপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর: নওগাঁর মহাদেবপুরে ৫ম শ্রেণির শিক্ষার্থী (১২) ধর্ষণের ঘটনায় ধর্ষকের গ্রেফতার ও ফাঁসির দাবীতে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর ডাঙ্গাপাড়া (কলাবাগান মোড়ে) স্থানীয় যুব সমাজের আয়োজনে ঘন্টা কাল ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রুধে দাঁড়াও অন্যায়ের বিরুদ্ধে, রুখে দাঁড়াও ধর্ষকের বিরুদ্ধে। আর নয় নিরবতা, আওয়াজ তুলুন একসাথে।” এই শ্লোগান সম্বলিত ব্যানার হাতে এলাকার কয়েকশ মানুষ সমাবেত হন এ মানববন্ধনে। মানববন্ধনে বক্তারা ধর্ষক মমেনুল হক ওরফে মমোর গ্রেফতার ও ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড দাবী করেন।

চলতি মাসের ২ আগষ্ট দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর পীরপুকুর গ্রামে ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে বাড়িতে কেউ না থাকার সুযোগে তার শয়ন ঘরে ঢুকে দরজা বন্ধ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে জয়পুর ডাঙ্গাপাড়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী ও জয়পুর ডাঙ্গাপাড়া গ্রামের মোঃ আব্দুল খালেকের পুত্র মোঃ মমেনুল হক ওরফে মমো (৫০)।

ধর্ষণ শেষে পালিয়ে যাওয়ার সময় মমেনুল হক ওরফে মমো ওই শিক্ষার্থীকে নানা ভাবে ভয়ভীতি দেখায়। এ ঘটনায় গত বৃহস্পতিবার (১১ আগষ্ট) ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে জয়পুর ডাঙ্গাপাড়া দাখিল মাদ্রাসার অফিস সহকারি ও জয়পুর ডাঙ্গাপাড়া গ্রামের মোঃ আব্দুল খালেকের পুত্র মোঃ মমেনুল হক ওরফে মমোকে একমাত্র আসামী করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের ১ সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশ আসামী গ্রেফতার না করায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, খাজুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন আহমেদ, জয়পুর পীরপুকুর গ্রামের মোঃ রইচ উদ্দীন, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সৌখিন, নির্যাতিতা শিক্ষার্থীর খালা, নানীসহ আত্নীয়-স্বজন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে