বঙ্গবন্ধুর আদর্শকে আঁকড়ে ধরতে হবে: এমপি এনামুল

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২; সময়: ২:৪৬ অপরাহ্ণ |
বঙ্গবন্ধুর আদর্শকে আঁকড়ে ধরতে হবে: এমপি এনামুল

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যা করেছেন তা বলার অপেক্ষা রাখেনা। বঙ্গবন্ধুর হাত দিয়ে হাজারো প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়েছে। তাঁর কারনে শিক্ষকরা সম্মানীত হয়েছে।

সেই মহান নেতার জন্য শিক্ষকদের কিছু সময় ত্যাগ করতেও সংকোচ বোধ হয়। এটা জাতির জন্য লজ্জাজনক। জাতির জনকের ঋণ এতো সহজেই শোধ করা সম্ভব না।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বাগমারা উপজেলা প্রাথমিক শিক্ষকবৃন্দের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ভারচ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথি আরো বলেন, প্রাথমিক শিক্ষকদের আরো দায়িত্বশীল হতে হবে। তাঁদের হাত দিয়েই শিক্ষা জীবন শুরু। শিক্ষা জীবনের ভিত্তি মজবুত হলেই শিক্ষার্থীরা ভালো ভাবে লেখাপড়া করতে পারবে। লেখাপড়া প্রদানের ক্ষেত্রে শিক্ষকদের যত্নশীল হওয়ার গুরুত্ব অপরিসীম। সেই সাথে যার জন্য প্রাথমিক শিক্ষকবৃন্দ মর্যাদাশীল তাঁকেও শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে। কৃতজ্ঞতা বোধ হারিয়ে ফেললে হবে না।

পুরো দেশ আজ শোকাহত। বাঙ্গালী জাতি হারিয়েছে দেশের শ্রেষ্ঠ সন্তানকে। যার নেতৃত্বে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তাঁকে নিয়ে কোন বিরোধীতা করার কিছু নাই। বঙ্গবন্ধুকে হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল প্রাথমিক বিদ্যালয়কে একযোগে জাতীয়করণের ঘোষণা প্রদান করেন। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে সময় মতো শিক্ষকরা বেতন ভাতাদী পাচ্ছেন। তাই শোককে শক্তিতে পরিনত করে আগামী নির্বাচনে আবারও নৌকার বিজয় ঘটাতে সকল শিক্ষককে একযোগে কাজ করতে হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক জয়ন্ত কুমার সরকারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক রনজিত কুমার সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার রেজাউল কালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল চেযারম্যান আসাদুজ্জামানা আসাদ, সহ-সভাপতি মরিয়ম বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাহানারা বেগম, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি ওসমান গনি। সাধারণ সম্পাদক বাবর আলী, সহ-সভাপতি মিরা পারভীন, উপদেষ্টা সদস্য আঞ্জুমান আরা বেগম, শিক্ষক মাহাবুর রহমান

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে