ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে পোস্ট করা যাবে ‘রিলস’

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২; সময়: ২:০০ অপরাহ্ণ |
ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে পোস্ট করা যাবে ‘রিলস’

পদ্মাটাইমস ডেস্ক : ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে নতুন এক চমকপ্রদ ফিচার এসেছে। এবার থেকে ক্রস পোস্টিং করা যাবে প্ল্যাটফর্মে অর্থাৎ ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে পোস্ট করা যাবে রিলস ভিডিও।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানান, ব্যবহারকারীদের জন্য একটি মজাদার রিলস ফিচার নিয়ে আসা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা চটজলদি নতুন নতুন রিলস খুঁজে পাবেন এবং এগুলি অন্যদের সাথে ভাগও করে নিতে পারবেন। এই ফিচারের অধীনে – Add yours Sticker, IG-to-FB ক্রস পোস্টিং ফিচার অন্তর্ভুক্ত থাকবে।

কেবল একটি বাটনে ক্লিক করে ইনস্টাগ্রাম রিলস শেয়ার করা যাবে ফেসবুকে। তিনি আরও জানান, এই Add yours Sticker ফিচারটি ইনস্টাগ্রাম স্টোরিজে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং ইনস্টাগ্রাম ও ফেসবুকে রিলেও ব্যবহার বেড়েছে এই নতুন অপশনটির।

এই প্ল্যাটফর্মে সব জনপ্রিয় ক্রিয়েটররা শিগগিরই ফেসবুক স্টার্স টিপিং ফাংশনের অ্যাক্সেস পাবেন। জানা গেছে, ফেসবুকের ক্রিয়েটররা তাদের শেয়ার করা স্টোরিজ ব্যবহার করে একটি রিল ভিডিও তৈরি করতে পারবেন।

সম্পূর্ণ প্রক্রিয়াটি আগের থেকে আরও সহজ করে দেওয়া হয়েছে। ফলস্বরূপ ক্রিয়েটররা তাদের তৈরি রিল ভিডিওর জনপ্রিয়তা আরও বাড়াতে পারবেন।

রিলস মূলত টিকটক ভিডিওর একটি বিকল্প যা ইনস্টাগ্রামে লঞ্চ করা হয় কয়েক বছর আগে। ফেসবুকেও ধীরে ধীরে এই ফিচারটি জনপ্রিয়তা পাচ্ছে।

এই রিলস -এ অডিও, মিউজিক এবং ফিল্টার যোগ করে সংক্ষিপ্ত সময়ে ভার্টিকাল ভিডিও তৈরি করা যায়। ক্রিয়েটররা এই রিলস ভিডিও বানিয়ে অর্থ উপার্জনও করতে পারেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে