এবার কুকুরের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২; সময়: ১:৩৬ অপরাহ্ণ |
এবার কুকুরের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্বেজুড়ে ছড়িয়ে পড়া সংক্রামক ভাইরাস মাঙ্কিপক্স মানুষের শরীরে শনাক্ত হচ্ছে। তবে প্রথমবারে মতো কুকুরের শরীরে শনাক্ত হলো সংক্রামক এ ভাইরাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, মূলত মাঙ্কিপক্স আক্রান্ত মালিকের কাছ থেকে কুকুরটি ভাইরাসটি আক্রান্ত হয়েছে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের বাইরে অন্য কোনো প্রাণীর দেহে মাঙ্কিপক্স শনাক্তের ঘটনা এটিই প্রথম। ফ্রান্সের রাজধানী প্যারিসে কুকুরের মাঙ্কিপক্সে সংক্রমণের এ ঘটনা ঘটেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কেউ মাঙ্কিপক্সে আক্রান্ত হলে পোষা প্রাণী থেকে আলাদা থাকাটা গুরুত্বপূর্ণ।

অবশ্য একজন বিশেষজ্ঞ বিবিসিকে বলেন, মাঙ্কিপক্সে আক্রান্ত কুকুর থেকে অন্য কুকুর বা মানুষের মধ্যে ভাইরাসটি ছড়াতে পারে এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে সংক্রমণের ঝুঁকি কমাতে সাবধানতা অবলম্বন করতে বলছে ডব্লিউএইচও।

বিবিসি বলছে, মাঙ্কিপক্সে সংক্রমিত কারো ত্বক থেকে অন্যের ত্বকের এ ভাইরাসটি ছড়াতে পারে। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত কারোও কাপড়, বিছানা বা তোয়ালে স্পর্শ করলে মাঙ্কিপক্সে সংক্রমিত হতে পারেন।

বিশ্বজুড়ে এখন পর্যন্ত মাঙ্কিপক্স রোগী শনাক্ত করা হয়েছে প্রায় ৩৫ হাজার জন। আক্রান্তদের বেশিরভাগই ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের বাসিন্দা। এছাড়া ভাইরাসের এ প্রাদুর্ভাবের সঙ্গে যুক্ত ১২ জন মারা গেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে