পাবনা হাসপাতালের আবাসিক ভবনে পানির সমস্যা নিরসনে দাবিতে কর্মবিরতি

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২; সময়: ১:৩৬ অপরাহ্ণ |
পাবনা হাসপাতালের আবাসিক ভবনে পানির সমস্যা নিরসনে দাবিতে কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক ভবনে পানির সমস্যা নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। গত রাত থেকে তারা কর্মবিরতি পালন শুরু করেন।

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, গত কয়েকদিন ধরে তাদের আবাসিক হোস্টেলের চতুর্থ তলায় পানি সরবরাহে ব্যাঘাত ঘটছে। এতে করে তাদের গোসল, খাওয়া, টয়লেট সহ বিভিন্ন কাজে সমস্যায় পরতে হচ্ছে।

বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও তারা এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করনি। তাই আবাসিক হোস্টেলে পানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে তারা কর্মবিরতি পালন শুরু করেছেন। পানির সংকট সমাধান হওয়ার পরই কর্মবিরতি তুলে নেবেন বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কারণে ব্যাহত হচ্ছে হাসপাতালে চিকিৎসাসেবা।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পানি সরবরাহ নিশ্চিতে কাজ শুরু হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা তাদের।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে