গ্রীষ্মকালীন টমেটো চাষে লাভবান কৃষক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২; সময়: ১০:২২ পূর্বাহ্ণ |
গ্রীষ্মকালীন টমেটো চাষে লাভবান কৃষক

মাসুদ রানা,কচুয়া : চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন ব্লকে মালচিং ও সেড ব্যবহারের মাধ্যমে পরীক্ষামূলক ভাবে গ্রীষ্মকালীন টমেটোর চাষাবাদ করা হচ্ছে। বাজারে এই সময়ে টমেটোর চাহিদা অনুযায়ী যোগান কম থাকায় লাভবান হচ্ছেন কৃষক।

উপজেলার তুলপাই ব্লকের কৃষক নজরুল স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় প্রথমবারের মতো টমেটো চাষাবাদ করেন। ইতিমধ্যে তিনি ১০০ টাকা কেজি ধরে বাজারে বিক্রি করছেন। এতে করে যোগান কম থাকায় বাজারে বিক্রি করছেন গ্রীষ্মকালীন টমেটো। ফলে টমেটো বিক্রি করে লাভবান হচ্ছেন তিনি।

কৃষক নজরুল ইসলাম জানান, প্রথম বারের মতো গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করেছি। এতে প্রায় আমি অনেক টাকা বিক্রি করেছি। আশা করছি সামনের দিকে আরো বিক্রি করতে পারব। কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় গ্রীষ্মকালীন টমেটো চাষ করে লাভবান হচ্ছি।

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কুলসুমা আক্তার বলেন, কৃষক নজরুল ইসলামকে সার্বিক ভাবে সহযোগিতা করা হচ্ছে। তার দেখায় অনেক কৃষক গ্রীষ্মকালীন টমেটো চাষ করার আগ্রহ প্রকাশ করছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন জানান, আমরা রাজস্ব অর্থায়নে কচুয়া উপজেলার ১০টি প্রদর্শনী স্থাপন করি, জাত হিসেবে ব্যবহার করা হয় বারি হাইব্রিড টমেটো ০৮ জাত। একটু রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা করলে অল্প সময়ে অধিক আয় করা সম্ভব। কচুয়া উপজেলার তুলপাই, হোসেনপুর, পৌরসভা, মেঘদাইর, নূরপুর গ্রামে এসব প্রদর্শনী স্থাপন করা হয়। এগুলো দেখে অনেক কৃষক আগ্রহী হচ্ছে বলেও জানান তিনি ।

উপজেলা কৃষি অফিসার সোফায়েল হোসেন বলেন, সাধারনত শীতকালে সবজি বেশি পাওয়া যায়। কিন্তু বর্ষা মৌসুমে টমেটো পাওয়া যায় খুব কম। আমরা গ্রীষ্মকালে যেন কৃষকেরা টমেটো চাষবাদ করতে পারে সেজন্য কৃষকদের পরামর্শ ও আগ্রহী করা হচ্ছে। যাতে তারা গ্রীষ্মকালে টমেটো চাষ করে লাভবান হতে পারে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে