রাজশাহীতে কর্মকর্তার পিটুনি কর্মচারী হাসপাতালে

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২; সময়: ১১:৫৩ অপরাহ্ণ |
রাজশাহীতে কর্মকর্তার পিটুনি কর্মচারী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে একজন কর্মকর্তা তাঁর অধীনস্থ এক কর্মচারীকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর পরিবারের সদস্যরা আহত অবস্থায় ওই কর্মচারীকে হাসপাতালে ভর্তি করেছেন। মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাটে আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে মারধরের ঘটনা ঘটে।

আহত কর্মচারীর নাম আবদুল কুদ্দুস। তিনি খামারে দৈনিক মজুরির ভিত্তিতে চতুর্থ শ্রেণির একজন কর্মচারী হিসেবে কাজ করেন। তাঁর বাড়ি গোদাগাড়ীর চাঁপাল গ্রামে। খামারের উপপরিচালক আতিকুর রহমান তাকে পিটিয়েছেন বলে দাবি করেছেন কুদ্দুসের ভাই সেলিম রেজা।

তিনি জানান, রাতে তাঁর ভাই শেডে গরুকে ঘাস দিচ্ছিলেন। এ সময় কিছু ঘাস ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। এটি দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন উপপরিচালক আতিকুর রহমান। তিনি কুদ্দুসকে ঘাসগুলো তুলে গরুকে দিতে বলেন। তখন কুদ্দুস উপপরিচালককে সরে দাঁড়াতে বলেন। এতেই ক্ষুব্ধ হয়ে কুদ্দুসকে লাঠিপেটা করেন উপপরিচালক। এতে তার শরীর ফুলে গেছে। রাতে কুদ্দুস আহত অবস্থায় বাড়ি এলে পরিবারের সদস্যরা তাকে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেলিম রেজা জানান, বুধবার সকালে তিনি উপপরিচালকের কার্যালয়ে গিয়ে তাকে পান। তিনি তার ভাইকে মারধরের প্রতিবাদ করেন। এ সময় উপপরিচালক দাবি করেন, তাঁর ভাইয়ের মাথায় সমস্যা আছে। বকাঝকার কারণে তাঁকেই উল্টো মারতে উদ্যোত হয়েছিলেন। আত্মরক্ষায় তিনি তাঁকে মেরেছেন। এরপরই তিনি অফিস থেকে বেরিয়ে যান। এ নিয়ে ঊর্দ্ধতন কাউকে জানানো কিংবা কোথাও কোন অভিযোগ করা হয়নি বলে জানান সেলিম।

কর্মচারীকে মারধরের বিষয়ে কথা বলার জন্য বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত খামারের উপপরিচালক আতিকুর রহমানের সরকারি মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার নম্বরটি বন্ধ পাওয়া গেছে। তাই অভিযোগের বিষয়ে তাঁর কোন বক্তব্য পাওয়া যায়নি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে