জন্মাষ্টমী উপলক্ষে তিনদিনের কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২; সময়: ৬:২১ অপরাহ্ণ |
খবর > জাতীয়
জন্মাষ্টমী উপলক্ষে তিনদিনের কর্মসূচি ঘোষণা

পদ্মাটাইমস ডেস্ক : শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

বুধবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে।

দ্বিতীয় দিন ১৯ আগস্ট শুক্রবার সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ, বিকালে জন্মাষ্টমীর শোভাযাত্রা ও রাতে কৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন ২০ আগস্ট শুক্রবার বিকালে রয়েছে আলোচনা সভা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার সীমিত পর্যায়ে বঙ্গভবনে নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি। আর প্রধানমন্ত্রী ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করবেন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভক্তদের সঙ্গে।

জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার সকালের শোভাযাত্রা দুপুর ১২টার মধ্যে এবং বিকালে ৩টার শোভাযাত্রা সন্ধ্যার আগেই শেষ করার নির্দেশনা দেওয়া বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

রাজধানীসহ সারাদেশে জন্মাষ্টমীর আয়োজনে ঢাকা মহানগর পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে জানিয়ে আরো বলা হয়, ঢাকাসহ সারাদেশে পূজা কমিটিগুলো নিজস্ব স্বেচ্ছাসেবক দল মোতায়েন রাখবে।

সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে সংবাদ সম্মেলনে কয়েকটি দাবিও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে- সাম্প্রদায়িকতা রোধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ, যেখানে হামলার ঘটনা ঘটবে সেখানে জনপ্রতিনিধি ও প্রশাসনের ত্রুটি ও নিষ্ক্রিয়তা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে এবং অপরাধ সত্যি কিনা তা যাচাই করে নিশ্চিত হওয়ার আগে তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার বন্ধ করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ ও সাধারণ সম্পাদক রমেন মন্ডল।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে