রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছে ২০ প্রতিষ্ঠান

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২; সময়: ১০:৫৫ পূর্বাহ্ণ |
রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছে ২০ প্রতিষ্ঠান

পদ্মাটাইমস ডেস্ক : ছয় ক্যাটাগরিতে ২০ প্রতিষ্ঠান পাচ্ছে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০২০। সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সরকার এসব প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারের জন্য নির্বাচিত করেছে।

জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতে পুরস্কারটি দেওয়া হচ্ছে।

বৃহৎ শিল্পে যৌথভাবে প্রথম পুরস্কারটি পাচ্ছে রানার অটোমোবাইলস ও ইনসেপ্‌টা ফার্মাসিউটিক্যালস। দ্বিতীয় পুরস্কার পাচ্ছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ ও ফারিহা স্পিনিং মিলস। আর এনভয় টেক্সটাইল পাচ্ছে তৃতীয় পুরস্কার।

মাঝারি শিল্পে প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে নোমান টেরি টাওয়াল মিলস। যৌথভাবে দ্বিতীয় পুরস্কার পাচ্ছে মাসকোটেক্স ও এপিএস ডিজাইন ওয়ার্কস। তৃতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছে বেঙ্গল পলিমার ওয়্যারস ও অকো-টেক্স।

মাসকো ওভারসিজ প্রথম পুরস্কার পাচ্ছে ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছে আব্দুল জলিল লিমিটেড ও প্যাসিফিক সী ফুডস।

আর তৃতীয় স্থানে রয়েছে মাধবদী ডাইং ফিনিশিং মিলস। মাইক্রো শিল্পে শুধু নারায়ণগঞ্জের মাসকো ডেইরি এন্টারপ্রাইজ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।

কুটির শিল্পে গাজীপুরের ইন্টিলিজেন্ট কার্ড প্রথম ও নারায়ণগঞ্জের রং মেলা নারীকল্যাণ সংস্থা দ্বিতীয় পুরস্কার পাচ্ছে। হাই-কেট শিল্পে ফেয়ার ইলেকট্রনিকস প্রথম, মীর টেলিকম দ্বিতীয় ও সার্ভিস ইঞ্জিন লিমিটেড তৃতীয় পুস্কারের জন্য মনোনীত হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে