এক সপ্তাহ ডিম কেনা বন্ধ করে দিন : ওমর সানী

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২; সময়: ১০:০৫ পূর্বাহ্ণ |
খবর > বিনোদন
এক সপ্তাহ ডিম কেনা বন্ধ করে দিন : ওমর সানী

পদ্মাটাইমস ডেস্ক : ডিমের দাম এখন আকাশছোঁয়া। ডিম কেনার চিন্তাই এখন অনেকে মাথা থেকে সরিয়ে ফেলছেন। ব্যয়বৃদ্ধি নিয়ে দুশ্চিন্তায় সীমিত আয়ের মানুষ।

এই সীমিত আয়ের মানুষের পক্ষ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী।

বাজারে ডিমের দাম কমানো বিষয়েও পরামর্শ দিয়েছেন। নেটিজেনরা এই পরামর্শকে গুরুত্বপূর্ণ হিসেবেও বিবেচিত করছেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে ওমর সানী ফেসবুক হ্যান্ডেলে লেখেন, এক দিন বা এক সপ্তাহ নয়, এক বছর ডিম না খেলেও মানুষ মরে যাবে না। ডিম পচনশীল দ্রব্য। এটা এক সপ্তাহ কেনা বন্ধ করে দিন দেখবেন এর দাম কমে গেছে। চলেন তাই করি।

ওমর সানীর ওই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তোলে। শত শত মন্তব্য দেখা যায় সেখানে। বেশির ভাগ অনুসারী ওমর সানীর এই পরামর্শকে স্বাগত জানিয়েছেন। একটি মন্তব্যে ওমর সানী প্রত্যুত্তরে লেখেন, সিন্ডিকেটের কাছে দেশ জিম্মি। দাম বাড়লেই পণ্য বয়কট করে উচিত শিক্ষা দিন।

কিছুদিন আগেই ব্যক্তিগত জীবন নিয়ে কিছুটা অশান্তিতে ছিলেন ওমর সানী। মৌসুমী ও জায়েদ খানকে ঘিরে সেই অশান্তির অবসান হয়েছে। বর্তমানে মৌসুমীর সঙ্গে সুখে সংসার করছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে