ইউক্রেন সফরে আসছেন এরদোগান ও গুতেরেস

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২; সময়: ১০:০০ পূর্বাহ্ণ |
ইউক্রেন সফরে আসছেন এরদোগান ও গুতেরেস

পদ্মাটাইমস ডেস্ক : চলতি সপ্তাহে ইউক্রেন সফরে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব্য এরদোগান ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দেশটির লভিভ শহরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন তারা।

মঙ্গলবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিখ এ তথ্য জানান।

দুজারিখ বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কির আমন্ত্রণে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ও জাতিসংঘ মহাসচিব একটি বৈঠকে অংশ নিতে বৃহস্পতিবার সেখানে উপস্থিত থাকবেন। এছাড়া শুক্রবার কৃষ্ণ সাগরের ওডেসা বন্দর পরিদর্শন করবেন তারা। এ বন্দর থেকেই জাতিসংঘের মধ্যস্থতায় শস্যবাহী জাহাজ বিভিন্ন জায়গায় ছেড়ে যাচ্ছে।

শস্য রপ্তানির দীর্ঘ অচলাবস্থা কাটতে গত ২২ জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় একটি চুক্তি করে কিয়েভ ও মস্কো। ঐতিহাসিক চুক্তিতে কিয়েভের পক্ষে স্বাক্ষর করেন দেশটির অবকাঠামো মন্ত্রী ওলেস্কান্ডার কুভ্রাকভ ও রাশির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগো।

এ পরিস্থিতিতে দুজারিখ বলেন, ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ হবে গুতেরেসের। জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ কীভাবে রাজনৈতিক উপায়ে যুদ্ধ বন্ধ করা যায় সে বিষয়ে আলোচনা হবে।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা নিয়ে সম্প্রতি পরস্পরকে দোষারোপ করছে রাশিয়া ও ইউক্রেন। কেন্দ্রটিকে ঘিরে লড়াইয়ের ফলে বিপর্যয়ের আশঙ্কা করে সতর্ক করেছে জাতিসংঘ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে