শিবগঞ্জে ভাতাভোগীদের কার্ড নিয়ে যড়যন্ত্রের অভিযোগ

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২২; সময়: ৭:২৩ অপরাহ্ণ |
শিবগঞ্জে ভাতাভোগীদের কার্ড নিয়ে যড়যন্ত্রের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়ায় ভাতাভোগীদের কার্ড নিয়ে যড়যন্ত্রের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে দাইপুখুরিয়া ইউনিয়নের ৯ ওয়ার্ড সদস্য মুনিরুজ্জামান বাবু তার নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

তিনি বলেন, সম্প্রতি তার বিরুদ্ধে বেশকিছু মিডিয়ায় ভাতাভোগীদের কাছ থেকে টাকা নিয়ে কার্ড দেয়া হয়েছে- এমন সংবাদ প্রচার করা হয়। তিনি দাবি করেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহিন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পরে কোন ভাতাভোগীদের কাছে কোন অর্থ গ্রহণ করেননি তিনি।

ভোটে পরাজিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। এমনকি মিডিয়ায় যাদের বক্তব্য এসেছে তারা প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থীর নিকটতম আত্মীয়। সংবাদ সম্মেলনে মোজাহার আলী, শরিকুল ইসলাম, আমরুল, সকিরুল, সাইদুর রহমান, দানেস আলীসহ প্রায় ২ শতাধিক ভাতাভোগী উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে