উত্তরা দুর্ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান শতভাগ দায়ী: সড়ক পরিবহন সচিব

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২২; সময়: ৫:০৩ অপরাহ্ণ |
উত্তরা দুর্ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান শতভাগ দায়ী: সড়ক পরিবহন সচিব

পদ্মাটাইমস ডেস্ক : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেছেন, উত্তরায় গার্ডার দুর্ঘটনার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান শতভাগ দায়ী। এ ঘটনায় তাদের বিরুদ্ধে শতভাগ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলন করতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে এবং কারা এর জন্য দায়ী এ দুটি বিষয়কে সামনে রেখে তদন্ত করা হচ্ছে। এ ঘটনার কারণ হিসেবে তদন্তে যে বিষয়গুলো উঠে এসেছে তা হলো- ঠিকাদারি চায়না প্রতিষ্ঠানের কাজ করার আগে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের অবহিত করার কথা ছিল। কিন্তু তারা সেটা করেনি। এছাড়া গতকাল ছুটির দিনে কাজ করার কথা না, তারপরেও তারা সেটি করেছে। তাই এ ঘটনার দায় শতভাগ তাদের।

তিনি বলেন, কাজের সময় ট্রাফিককে কোনো ইনফর্ম করা হয়নি। এমনকি যেখানে গ্যারান্টি রাখা হয়েছিল সে জায়গাটায় ছিল উঁচু নিচু। তাই ক্রেন একপাশে হেলে পড়ে। এছাড়া বিকেলে হঠাৎ করে ট্রাফিক জ্যাম বেড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

এ ঘটনায় কারা দায়ী এ বিষয়ে সচিব বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কোম্পানি গেজুবা কাউকে ইনফর্ম না করে ছুটির দিনে কাজ করে। সংশ্লিষ্ট কোনো সাপোর্টের ব্যবস্থা করেন নাই।

ক্রেন ড্রাইভারের লাইসেন্স আছে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ড্রাইভার এখনো পলাতক।তাকে না পাওয়া পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হচ্ছে না তার লাইসেন্স আছে কিনা অথবা তিনি সরকারি অনুমোদনপ্রাপ্ত কিনা।

তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে। তারা যেন আর কাজ না পাই সেজন্য সুপারিশ করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে