ইবিতে শোকদিবস উপলক্ষে ‘শ্রাবণের শোকগাথা’ আয়োজন

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২২; সময়: ৪:৫৫ অপরাহ্ণ |
ইবিতে শোকদিবস উপলক্ষে ‘শ্রাবণের শোকগাথা’ আয়োজন

নিজস্ব প্রতিবেদক, ইবি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ২০২২ উপলক্ষে ‘শ্রাবণের শোকগাথা’ শিরোনামে কবিতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি, ইসলামী বিশ্ববিদ্যালয় ( ইবি ) ।

মঙ্গলবার (১৬ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্ত্বরে বেলা সাড়ে ১১ টার দিকে এ কবিতা পাঠের আয়োজন করা হয়।

বাংলা বিভাগের নিরব বিশ্বাস ও ফোকলোর স্টাডিস বিভাগের সামিহা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল। এ ছাড়াও প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল বলেন, বঙ্গবন্ধু মানুষের কাছে শুধু নেতা নয় একটা ভালোবাসার জায়গা। আমার ছাত্রজীবনে বঙ্গবন্ধু নিয়ে যতো কবিতা লেখা হয়েছিলো তা ছিলো তখনকার সময় অন্যান্য কবিদের তুলনায় প্রায় ৪০ গুন বেশী যাকিনা এসময় এসে ১০০ গুণের উপর হতে পারে। আমরা হয়ত ভাবতে পারি বঙ্গবন্ধু কি কবি ছিলেন! আমার মতে তার একেকটা বক্তব্যই একেকটা কবিতা, তার চিন্তাধারাগুলো একেকটা কবিতা।

বঙ্গবন্ধ যা করত সব দেশকে ভালোবেসে তার আবেগ দিয়ে করেছে, সেজন্যই সে সবার কাছে ভালোবাসার মানুষ। তাই যারা আবৃত্তি করে তাদেরকে আমি বলব কবিতাকে ভালোবেসে আবৃত্তি করতে হবে আবেগ দিয়ে আবৃত্তি করতে হবে এবং শব্দ উচ্চারণের শুদ্ধতার প্রতি জোর দিতে হবে।

এছাড়া তিনি এই সংগঠনের সাথে যুক্ত সবাইকে নেতৃত্ব প্রদানের মানসিকতা তৈরির প্রতি জোর দিতে বলেন যাতে এই সংগঠনের কার্যক্রম আজীবন চলতে পারে। পরে, বঙ্গবন্ধুর স্মরণে সংগঠনের সদস্যরা কবিতা আবৃত্তি করে।

শেষে, ‘আবৃত্তি আবৃত্তি’ র সভাপতি নুরুল্লাহ মেহেদীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আয়োজিত কবিতা পাঠ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে