বাগমারায় জনপ্রতিনিধিদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২২; সময়: ৩:২৮ অপরাহ্ণ |
বাগমারায় জনপ্রতিনিধিদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনসহ জনপ্রতিনিধিদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে গত রবিবার যোগদান করেন সাইদা খানম। যোগদানের পর প্রথমেই প্রশাসনের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সাথে আনুষ্ঠানিক ভাবে মতবিনিময় সভা করলেন।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, শিক্ষা কর্মকর্তা মনিরা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. মাহমুদ হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সোনাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামন রুঞ্জ, শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক, বাসুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান, গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকার, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক, ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন, আউচপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফি।

বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সুন্দর এবং আধুনিক উপজেলা গড়তে সকলের সহযোগিতা কামনা করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম। এরআগে উপজেলা পরিষদের আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে