মোহনপুরের শিক্ষা প্রতিষ্ঠানে শোক দিবস পালন

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২; সময়: ৫:২৮ অপরাহ্ণ |
মোহনপুরের শিক্ষা প্রতিষ্ঠানে শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : মোহনপুরের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৭ তম জাতীয় শোক দিবস উৎযাপিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দিনব্যাপী উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয়, কেশরহাট টেকনিক্যাল কলেজ, কেশরহাট মহিলা কলেজ, নাকইল উচ্চ বিদ্যালয়, ধামিন নওগাঁ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির
আয়োজন করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কেশরহাট মহিলা কলেজের অধ্যক্ষ তাজরুল ইসলাম, কেশরহাট টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এজাহারুল হক মৃধা, সহকারি অধ্যাপক শহিদুল ইসলাম, মোমেনা খাতুন, সিনিয়র প্রভাষক আব্দুল বারিক প্রাং, প্রভাষক আজিজুল হক, প্রভাষক রায়হানুজ্জামান, প্রভাষক এমদাদুল হক, কেশরহাট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি রুস্তম আলী প্রাং, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নাকইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, ধামিন নওগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডিএম জিয়াউর রহমান, সহকারি শিক্ষক জুয়েল রানাসহ প্রতিষ্ঠান গুলোর শিক্ষক শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠাত গুলোতে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নারকীয় হত্যাকান্ডের ঘটনার বিবরণ তুলে ধরে আলোচনা সভা শুরু হয়। সভায় বক্তারা বঙ্গবন্ধুর নীতি আদর্শ অনুসরণ করার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

আলোচনা সভার শেষে বঙ্গবন্ধুর পরিবার স্বরণে চিত্রাঙ্কন, রচনা, কবিতা আব্রিতী প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। পরিশেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ অন্যান্য শাহাদাত বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করেন তারা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে