উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে রাশিয়া

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২; সময়: ১২:৩১ অপরাহ্ণ |
উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে রাশিয়া

পদ্মাটাইমস ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াবে। আজ সোমবার পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যমের (কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি) বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

উত্তর কোরিয়ার স্বাধীনতা দিবসে দেশটির নেতা কিম জং উনকে লেখা এক চিঠিতে পুতিন বলেছেন, স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে বন্ধন আরও গভীর হবে।

পুতিনের চিঠির জবাবে কিম আরেক চিঠিতে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিপক্ষে বিজয়ের মধ্য দিয়ে রাশিয়া-উত্তর কোরিয়ার বন্ধুত্ব গড়ে উঠেছিল। আশা করি এ সম্পর্ক আরও শক্তিশালী হবে।

কিম বলেন, ‘জাপান বিরোধী যুদ্ধ’কে কেন্দ্র করে গড়ে ওঠা রাশিয়া-উত্তর কোরিয়ার বন্ধুত্ব শতাব্দীর পর শতাব্দী ধরে আরও সংহত ও শক্তিশালী হয়েছে।

চিঠিতে কিম উল্লেখ করেন, দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, সমর্থন ও সংহতি এক নতুন মাত্রায় উন্নীত হয়েছে, যা হুমকি ও উসকানিদাতা শত্রুপক্ষের সামরিক বাহিনীকে হতাশায় ডোবাবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে