শোক দিবস উপলক্ষে ইবির খালেদা জিয়া হলে আলোচনা সভা

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২; সময়: ১১:০৭ পূর্বাহ্ণ |
শোক দিবস উপলক্ষে ইবির খালেদা জিয়া হলে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদ, ইবি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ আগষ্ট) বেলা সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের ২১৪ নং কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খালেদা জিয়া হল প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথীর সভাপতিত্বে ও মাহবুবা সিদ্দিকার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকাসহ প্রায় শতাধিক শিক্ষার্থীবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শোকাবহ আগষ্টের ভয়াবহতা, বঙ্গবন্ধুর অবদান নিয়ে আলোচনার পাশাপাশি বঙ্গবন্ধুসহ নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া পূর্বে বঙ্গবন্ধু নিয়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেষ আব্দুস সালাম বলেন, জাতিগতভাবে এই দিনটি আমাদের জন্য স্মরণীয় দিন। স্মৃতিতে আঁকড়ে থাকা আমাদের জাতির জনকের তিরোধানের দিন। বঙ্গবন্ধু তাদের মাঝে একজন যারা দেহ ত্যাগ করেন ঠিকই কিন্তু কখনো মুছে যান না। মানুষের মাঝে, জাতির মাঝে ইতিহাস হয়ে চিরদিন বেঁচে থাকেন। আমরা বঙ্গবন্ধুর কাছে ঋণী। ১৯৭৫ সালের আগষ্ট মাসে নিষ্ঠুরতার সর্বোত্তম মহরা ঘটেছিলো। নির্মমভাবে নিহত হয়েছিলো বাঙালি জাতির পিতা। সে কারনে এই আগষ্ট আমাদের কাছে বেদনার মাস, অনুশোচনার মাস। একইসাথে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে অসুরের বিরুদ্ধে শক্তি সঞ্চয়ের মাস।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে