লক্ষ্য পূরণ না হলেও সন্তুষ্ট মিঠুন

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২; সময়: ১০:৫৮ পূর্বাহ্ণ |
খবর > খেলা
লক্ষ্য পূরণ না হলেও সন্তুষ্ট মিঠুন

পদ্মাটাইমস ডেস্ক : বৃষ্টির কারণে প্রত্যাশিতভাবেই ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ‘এ’ দলের দুটি চার দিনের ম্যাচই ড্র হয়েছে। তবে ড্র হওয়া ম্যাচ দুটিতে সাইফ হাসানের ১৪৬ রানের ইনিংসটি ব্যতীত বাংলাদেশের আর কারোরই উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই।

যদিও গত শনিবার দ্বিতীয় ম্যাচটি ড্রয়ের পর বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মিঠুন জানিয়েছেন, জেতার লক্ষ্য নিয়েই সেখানে গিয়েছিলেন তাঁরা। তবে লক্ষ্য পূরণ না হলেও তিনি খুশি। বিশেষ করে বোলারদের পারফরম্যান্সে।

দ্বিতীয় ম্যাচে ১১৫.১ ওভার বোলিং করে ৫টি উইকেট তুলতে সক্ষম হয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের বোলাররা। তার পরও খুশি মিঠুন। বিসিবি থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমাদের বোলিং ও ফিল্ডিং বেশ ভালো হয়েছে।

বিশেষ করে স্পিনাররা ভালো করেছে। উইকেটে তাদের জন্য সাহায্য না থাকার পরও ধৈর্য ধরে এক জায়গায় বল করে গেছে। টেস্ট ম্যাচে যে ধৈর্যটা দরকার, আমি তাদের মধ্যে সেটা দেখেছি।

আর পেসারদের মধ্যে মৃত্যুঞ্জয় দারুণ বোলিং করেছে। সে যতক্ষণ বোলিং করেছে, ভালো প্রচেষ্টা ছিল। খালেদ চেষ্টা করেছে, হয়তো আরেকটু ভালো করতে পারত।’ কন্ডিশনের কারণেই লক্ষ্য অর্জিত হয়নি বলে মনে করছেন মিঠুন, ‘এটা আমাদের কাছে সম্পূর্ণ নতুন কন্ডিশন।

সবকিছু আমাদের বিপক্ষে ছিল। আমরা এখানে জিততে এসেছিলাম, কিন্তু পরিবেশটা ওই রকম ছিল না। তার পরও সব মিলিয়ে বলব, লক্ষ্য পূরণ না হলেও আমি খুশি।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে