পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২২; সময়: ৩:৪২ অপরাহ্ণ |
পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা সদর ও আটঘরিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে৷ তাদের মধ্যে দু’জন ব্যবসায়ী ও একজন কিশোর। শনিবার (১৩ আগস্ট) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে ।

নিহতরা হলেন, পাবনা পৌর সদরের কৃষ্ণপুর মহল্লার ইয়াকুব আলীর ছেলে ইকবাল হোসেন খান (৫৫), বেড়া উপজেলার নাটিয়াবাড়ি গ্রামের মোহম্মদ শেখের ছেলে মজিদ শেখ (৫০) এবং আটঘরিয়া উপজেলার মাঝপাড়া ইউনিয়নের পাড়ামোহন গ্রামের আব্দুর রশিদের ছেলে হৃদয় হোসেন (১৭)।

পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত ১২ টার দিকে শহরের বাসা থেকে দুই ব্যবসায়ী বন্ধু ইয়াকুব ও মজিদ মোটরসাইকেল নিয়ে বের হন। তারা পাবনা-পাকশী সড়কের নাজিরপুর স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি দ্রুত গতির ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ইকবাল মারা যান।

হাসপাতালে নেয়ার পর মজিদ শেখকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। তারা দুই বন্ধু একসাথে ব্যবসা করতেন এবং শহরের কৃষ্ণপুর মহল্লায় বসবাস করতেন।

এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ওসি।

এদিকে, আটঘরিয়া উপজেলার পাড়ামোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয় হৃদয় হোসেন। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

আটঘরিয়া থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার সময় হৃদয় মোটরসাইকেল নিয়ে যাবার সময় ব্যাটারীচালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে