মহাকাশ থেকে ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২২; সময়: ১২:৪৭ অপরাহ্ণ |
মহাকাশ থেকে ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

পদ্মাটাইমস ডেস্ক : আগামীকাল সোমবার (১৫ আগস্ট) ভারতের ৭৫তম মহান স্বাধীনতা দিবস। দিবসটিকে ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে দেশটির সর্ব স্তরের মানুষ। দিবসটি উপলক্ষে বিভিন্ন দেশ থেকে শুভেচ্ছাবার্তা আসছে। একইসঙ্গে এবার শুভেচ্ছাবার্তা এলো মহাকাশ থেকে।

ঐতিহাসির মুহূর্তের জন্য ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন ইতালীয় মহকাশচারী সামান্থা ক্রিস্টোফরেত্তি। সেই সঙ্গে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’ দুটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়েও কথা বলেন তিনি।

ইতালীয় ওই মহাকাশচারীর বর্তমান ঠিকানা আন্তর্জাতিক স্পেস স্টেশন। সেখান থেকে তার পাঠানো একটি ভিডিওবার্তা শেয়ার করেছে ইসরো। ভিডিওর প্রথমেই সামান্থা স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তির জন্য ভারতকে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ‘দশকের পর দশক ধরে মহাকাশ গবেষণা সংক্রান্ত নানা মিশনে ইসরোকে সাহায্য করেছে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থাগুলো। তাদের সাহায্যে ইসরোর নিসার আর্থ সায়েন্স মিশন প্রজেক্টের কাজ চলছে যা আমাদের জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক বিপর্যয় নিয়ে গবেষণায় নতুন পথ দেখাবে।

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক বিপর্যয় নিয়ে গবেষণা চালাতে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

দুই গবেষণা সংস্থার নামের সঙ্গে মিলিয়ে মিশনের নাম রাখা হয়েছে নিসার আর্থ সায়েন্স মিশন। প্রাকৃতিক বিপর্যয় শুরুর আগে এবং পরে তার গতিবিধির ওপর নজরদারিসহ দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করবে এই মিশন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে