ইবিতে গুচ্ছ অন্তর্ভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২২; সময়: ৭:১৩ অপরাহ্ণ |
ইবিতে গুচ্ছ অন্তর্ভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে ( ইবি ) গুচ্ছের অধীনে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১৩ আগষ্ট ) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৮টি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহন করেছে প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম. আলী হাসান প্রমুখ। সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তারা।

এরআগে, বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মাধ্যমে ভর্তি পরিক্ষার্থীদের ক্যাম্পাস প্রাঙ্গনে প্রবেশ করানো হয়।

পরিক্ষার বিষয়ে ভর্তিচ্ছুরা জানান, প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড মানের হয়েছে। পরিক্ষা কক্ষের অভ্যন্তরীন পরিস্থিতি ভালো ছিল এবং শিক্ষকেরা বেশ আন্তরিক ছিলেন। ফলে পরিক্ষা কক্ষে কোনো অসুবিধা হয়নি। সর্বোপরি ক্যাম্পাসের সুশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি ভালোই ছিলো।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে