হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২২; সময়: ১২:৩৯ অপরাহ্ণ |
হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

পদ্মাটাইমস ডেস্ক : ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার এনেছে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটাপ্রধান মার্ক জাকারবার্গ এক পোস্টে জানিয়েছেন, নতুন ফিচারের অংশ হিসেবে কোনো গ্রুপ থেকে নিঃশব্দে বেরিয়ে যেতে পারবেন ব্যবহারকারী। বেরিয়ে গেলেও ওই গ্রুপের সদস্যরা সেটি বুঝতে পারবেন না।

এ ছাড়া একবার দেখার জন্য পাঠানো মেসেজের স্ট্ক্রিনশট নেওয়ার সুযোগও চাইলে ব্লক করে দেওয়া যাবে। নতুন ফিচার চালু হলে ব্যবহারকারী গ্রুপ চ্যাট থেকে বের হওয়ার সময় অ্যাডমিন ছাড়া আর কেউই বিষয়টি জানতে পারবেন না। পাশাপাশি অনলাইনে থাকা বা না থাকার বিষয়টি কারা জানতে পারবেন সেটিও নির্দিষ্ট করে দেওয়া যাবে। বর্তমানে গ্রুপ মেসেজ থেকে কেউ বের হয়ে গেলে বা কাউকে বের করে দেওয়া হলে অংশগ্রহণকারী সবাই সেটি দেখতে পারেন। ফলে অনেকেই বিড়ম্বনার শিকার হন, ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তবে নতুন ফিচারটির মাধ্যমে সেটি এড়িয়ে চলা যাবে।

এ প্রসঙ্গে জাকারবার্গ বলেন, হোয়াটসঅ্যাপের মেসেজিং সেবাকে মুখোমুখি আলাপের মতোই নিরাপদ এবং গোপন রাখতে সহযোগিতা করবে নতুন ফিচারগুলো। চলতি মাসেই সবার জন্য উন্মুক্ত হবে নতুন ফিচারগুলো।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে