চারঘাটে সাপের কামড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: আগস্ট ১২, ২০২২; সময়: ৬:৪৬ অপরাহ্ণ |
চারঘাটে সাপের কামড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলায় সাপের কামড়ে সাগরী বেগম (৩৮) নামের পাঁচ মাসের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। সাগরী বেগম শলুয়া ইউনিয়নের বালুদিয়ার গ্রামের আক্তার হোসেনের স্ত্রী।

মৃত গৃহবধূর স্বজনরা জানান, সকাল ৯টার দিকে সাগরী বেগম রান্নাঘর পরিষ্কার করছিলেন। এ সময় বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চারঘাট শলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, নিজ বাড়িতে বিষাক্ত সাপের কামড়ে সাগরী নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে গিয়েও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এ বিষয়ে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি আমার জানা নাই।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে