ফরিদপুরে লায়ন্স ক্লাব চক্ষু হাসপাতালের উদ্বোধন

প্রকাশিত: আগস্ট ১২, ২০২২; সময়: ৩:২৬ অপরাহ্ণ |
ফরিদপুরে লায়ন্স ক্লাব চক্ষু হাসপাতালের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর : ফরিদপুরে লায়ন্স ক্লাব চক্ষু হাসপাতালের শুভ করা হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) বেলা ১১ টার দিকে লায়ন্স ক্লাবের উদ্যোগে শহরতলী হাসিবুল হাসান লাভলু সড়কে এ চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়।

লায়ন্স ক্লাবের জেলা গভর্নর ইঞ্জিনিয়ার মোস্তফা কামালের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান হিসাবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন জেলা প্রশাসক অতুল সরকার। তিনি বলেন, যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে লায়ন্স ক্লাব যাত্রা শুরু করেছে তা যেন অব্যাহত থাকে, এখানে গরিব লোকেরা যেন সু-চিকিৎসা সেবা পায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবং হাসপাতালটি যেন কোন বাণিজ্যি হাসপাতালে পরিণত না হয়।

গুণগত মান সম্মত ডাক্তার বৃন্দ রোগীদের সেবা নিয়োজিত থাকতে পারে তার ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দ্বিতীয় জেলা গভর্নর মোঃ সেলিম মিয়া, লায়ন আই ফাউন্ডেশনে পরিচালক লায়ন ইঞ্জিনিয়ার আকরামুজ্জামান।

মোস্তাফিজুর রহমান লাভলু পরিচালনায় উদ্বোধনের শুরুতেই ফিতা কেটে, এবং হাসপাতালের ভিত্তি প্রস্তর উদ্বোধন, আনুগত্যের শপথ পাঠ করানো হয়। এছাড়া ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল শহীদানের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষ পর্বে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার বিতরণ করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে