গোদাগাড়ীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতাসহ সকল শহিদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: আগস্ট ১২, ২০২২; সময়: ২:০১ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতাসহ সকল শহিদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে রাজশাহীর গোদাগাড়ীতে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) সকালে গোদাগাড়ীর পিরিজপুরের বিদিরপুর হাফেজিয়া ও এবতেদায়ী মাদ্রাসায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী, পিপলস রোকেয়া ফাউন্ডেশন ও আরশাদ আলী মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা আয়েশা আখতার ডালিয়া।

আরও উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি শহীদুজ্জামান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু, কবরস্থান কমিটির সভাপতি মাওলানা আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী বারশেদ আলী, মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মোমিনুল ইসলামসহ এলাকার নবীণ ও প্রবীণ ব্যক্তিবর্গ।

এছাড়াও বিদিরপুর হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মনজুর রহমানের পরিচালনায় দোয়া মাহফিলে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় আয়েশা আখতার ডালিয়া বলেন, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা লাভের পর তিনি বাংলাদেশে ইসলাম প্রচার ও প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ বিশাল আত্নত্যাগের মাধ্যমে আমরা আজ স্বাধীন রাষ্ট্রের নাগরিক বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে