রাজশাহীতে বাসের ধাক্কায় বাইকে আগুন, প্রাণে বাঁচলেন চালক

প্রকাশিত: আগস্ট ১২, ২০২২; সময়: ১১:৫১ পূর্বাহ্ণ |
রাজশাহীতে বাসের ধাক্কায় বাইকে আগুন, প্রাণে বাঁচলেন চালক

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী আহত ও আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১০ টার দিকে মহানগরীর শুভ পেট্রোলপাম্প সংলগ্ন হক্সইন হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আহত মোটরসাইকেল আরোহী মহানগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক হজের মোড় এলাকার সাহেব জান বিশ্বাসের ছেলে রানাউল ইসলাম (৪৫)। তিনি ফাস্ট সিকিউরিটি ব্যাংকের কর্মকর্তা।

দায়িত্বে নিয়োজিত ট্রাফিক সার্জেন্ট হাফিজ বলেন, আহত মোটরসাইকেল চালক রানাউল ইসলাম বাজার করে রাস্তার ক্রসিং দিয়ে টার্নিং করছিলেন এই  নগরীর শুভ পেট্রোল পাম্পের সামনের সড়কে দিনাজপুর থেকে ছেড়ে আসা রাজশাহী গামী একটি যাত্রীবাহি বাস  পেছন থেকে মোটরসাইকেলটিকে টেনে ছেঁচড়ে নিয়ে গেলে আগুন ধরে যায়। এই সময় মোটরসাইকেল চালক পড়ে গিয়ে গুরুতর আহত হয়।  পরে স্থানীয়রা  মোটারসাইকেল চালককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

পরে খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটরসাইকেলের আগুন নেভাতে সক্ষম হয়।

এদিকে হাসপাতালের একটি সূত্রের দেয়া তথ্য মতে, আহত ব্যক্তির শরীরে পোড়ার কোন ক্ষতচিহ্ন না থাকলেও হাতে, পায়ে এবং মাজায় আঘাতের চিহ্ন রয়েছে। এক্সরে না করে বিস্তারিত কিছু জানাতে পারছেন না চিকিৎসকরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে