বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন-২০১৭ বিষয়ক সেমিনার

প্রকাশিত: আগস্ট ১১, ২০২২; সময়: ৬:৫২ অপরাহ্ণ |
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন-২০১৭ বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক : বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আইকিউএসি (১১ আগস্ট) বৃহস্পতিবার দুপুর ১২ টায় কাজলা ভবনের বোর্ড রুমে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন ২০১৭ বিষয়ক একটি সেমিনারের আয়োজন করে।

প্রধান বক্তা হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আবদুল গোফ্ফার খান।

উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আইকিউএসি পরিচালক (ভারপ্রাপ্ত) ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক, অতিরিক্ত পরিচালক এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. মো. হাবিবুল্লাহ ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. কানিজ হাবিবা আফরিনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও কো-অর্ডিনেটরবৃন্দ।

প্রধান বক্তা তার বক্তব্যে অ্যাক্রেডিটেশনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব এবং আবেদনের পদ্ধতি নিয়ে আলোচনা করেন। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের প্রক্রিয়াটি তরান্বিত করার লক্ষ্যে পরবর্তীতে রুয়েটে একটি সেমিনার অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আলোচনা হয় এবং এর ধারাবাহিকতায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের গুণগত মান বৃদ্ধির লক্ষে আরও বেশি বেশি সেমিনার আয়োজনের বিষয়ে আলোচনা হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে