ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা ও ডেপুটি কমান্ডারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশিত: আগস্ট ১১, ২০২২; সময়: ৬:২৯ অপরাহ্ণ |
ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা ও ডেপুটি কমান্ডারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা ও ধামইরহাট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার অফির উদ্দিনের (৬৬) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

গত ১০ আগস্ট বিকেল ৪ টায় রামেক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন মহব্বতপুর গ্রামের মৃত ভেলু মন্ডলের ছেলে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের উপদেস্টা মন্ডলীর সদস্য সাবেক ইউপি মেম্বার অফির উদ্দিন। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ১০ টায় কবির দেওয়ানের চাতালে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

এ সময় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, ওসি মোজাম্মেল হক কাজী, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, জেলা পুলিশের এ.এস আই (সশস্ত্র) শহীদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, ইয়াকুব আলী মস্টার, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন সরকারী কর্মকর্তাগণ, মরহুমের বড় ছেলে পুলিশের কর্মকর্তা আবুল কালাম আজাদ, ছোট ছেলে বাশার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধিসহ হাজারো ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ২ ছেলে ১ মেয়ে-জামাই সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে