চারঘাটে শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা

প্রকাশিত: আগস্ট ১১, ২০২২; সময়: ৬:০০ অপরাহ্ণ |
চারঘাটে শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব শীর্ষক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় অধিদপ্তর আয়োজনে এই শীর্ষক র‌্যালীটি পরিষদ চত্বর থেকে চারঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা একাডেমিক সুপারবাইজার রাহিদুল ইসলামের সঞ্চনালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহ্বাজ ফকরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক।

এসময় অন্যাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভুমি নিয়তি রানী কৈরী, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম, উপজেলা তথ্য কেন্দ্র কর্মকর্তা ফাতিমা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম শামীম আহম্মেদ ও ইউনিয়ন সমাজকর্মী মনজুর রহমানসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে