যেখানে টাকায় মেলে পুলিশ, ভাড়া নেয়া যায় থানাও

প্রকাশিত: আগস্ট ১১, ২০২২; সময়: ৩:৩১ অপরাহ্ণ |
যেখানে টাকায় মেলে পুলিশ, ভাড়া নেয়া যায় থানাও

পদ্মাটাইমস ডেস্ক : ৭০০ টাকায় কনস্টেবল, এএসআই ১৮৭০ রুপিতে। আবার যদি ৩৩ হাজার রুপি খরচ করা যায়, তা হলে মিলতে পারে গোটা থানা। না, এটা কোনো মেলার কথা বলা হচ্ছে না। অবিশ্বাস্য লাগলেও, এই দর স্থির করা হয় পুলিশকর্মীদের জন্য। এটা হয় ভারতের রাজ্য কেরালায়।

কেরালা পুলিশ অফিসার্স অ্যাসোসিয়েশনের দাবি, এটা কোনো নতুন বিষয় নয়। কোনো ছবির শুটিং হোক, বিয়ের অনুষ্ঠান, এমনকি জন্মদিনের অনুষ্ঠানে নিরাপত্তার জন্য পুলিশ ভাড়া নেওয়ার রেওয়াজ রয়েছে সেখানে। পদমর্যাদা অনুযায়ী তার দরও ঠিক করা আছে।

কনস্টেবলপিছু দিনপ্রতি ভাড়া ৭০০ রুপি। যদি রাতেও থাকতে হয়, তা হলে তার জন্য এক এক জন কনস্টেবলের ভাড়া ১,০৪০ রুপি। এএসআইয়ের দিনের ভাড়া ১,৮৭০ রুপি। রাত হলেই সেই দর বেড়ে হয় ২,২১০ রুপি।

এ তো গেল কনস্টেবল এবং এএসআইয়ের দর। আর একটু উঁচু পদের পুলিশ আধিকারিক হলে দামও আরও বাড়বে। ইনস্পেক্টরের জন্য দিনের দর স্থির করা হয়েছে ২,৫৬০ রুপি। রাতপিছু সেই ভাড়া ৪,৩৬০ রুপি। সার্কল অফিসারের দিনের ভাড়া ৩,৭৯৫ এবং রাতের ভাড়া ৪,৭৫০।

চমকের আরও বাকি আছে। কোনো অনুষ্ঠানের নিরাপত্তার জন্য গোটা থানাকে ভাড়া নিতে চান কেউ, তারও ব্যবস্থা আছে। তবে তার জন্য খরচ করতে হবে ৩৩ হাজার রুপি। স্নিফার ডগ ভাড়া নিতে চাইলে তার জন্য দিতে হবে ৬,৯৫০। কেউ যদি ওয়্যারলেস সেট ভাড়া নিতে চান, তা-ও মিলবে মাত্র ২,৩১৫ রুপিতে।

কারও যদি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞের প্রয়োজন হয়, তা হলে খরচ করতে হবে ৬,০৭০ রুপি। পুলিশ ভাড়া দেওয়ার বিষয়টি নিয়ে পুলিশের অন্দরেই ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকেই ভাড়া দেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন।

পুলিশের এক শীর্ষ কর্মকর্তা পিপি সদানন্দন জানিয়েছেন, এই বিষয়টি আরও বেশি করে প্রচলিত হয় কন্নুরের কেকে আনসার নামে এক ব্যক্তি তার মেয়ের বিয়ের জন্য ২৮০০ টাকা দিয়ে চার জন কনস্টেবল ভাড়া নেওয়ার পর।

আনসার সেই সময় পুলিশকে জানিয়েছিলেন যে, মেয়ের বিয়েতে ভিআইপি অতিথি আসবেন। তাই তাদের সুরক্ষার জন্য পুলিশ প্রয়োজন। কিন্তু ভিআইপির নামে পুলিশ ভাড়া নিলেও তারা আসেননি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে