হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত লেফটেন্যান্ট কর্নেল ইসমাইলের লাশ ঢাকায়

প্রকাশিত: আগস্ট ১১, ২০২২; সময়: ৯:৩২ পূর্বাহ্ণ |
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত লেফটেন্যান্ট কর্নেল ইসমাইলের লাশ ঢাকায়

পদ্মাটাইমস ডেস্ক : হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া র‌্যাবের এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনের লাশ ঢাকায় পৌঁছেছে। বুধবার সন্ধ্যা ৭টার পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায় লাশটি।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তার লাশ গ্রহণ করেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি বাবা, মা, স্ত্রী ও দুই ছেলে সন্তান রেখে গেছেন।

র‌্যাব জানায়, গত ২৭ জুলাই ইসমাইল ঢাকার নবাবগঞ্জে প্রশিক্ষণকালীন হেলিকপ্টার দুর্ঘটনায় আহত হন। পরে তাকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় তিনি মেরুদণ্ডে গুরুতর আঘাত পান। পরবর্তীকালে উন্নত চিকিৎসার জন্য গত শুক্রবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে