মমতা নার্সিং ইন্সটিটিউটের ষষ্ঠ ব্যাচের ওরিয়েন্টেশন

প্রকাশিত: আগস্ট ১০, ২০২২; সময়: ৯:৫৯ অপরাহ্ণ |
মমতা নার্সিং ইন্সটিটিউটের ষষ্ঠ ব্যাচের ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মমতা নার্সিং ইন্সটিটিউটের ষষ্ঠ ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সুপারিন্টেন্ডেন্ট ও মমতা নার্সিং ইন্সটিটিউটের অধ্যক্ষ আলেয়ারা খাতুন।

ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন, রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ ড. ফয়েজুর রহমান, রাজশাহী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আশরাফুল আলম, মেডিকেল কনসালটেন্ট ও মিডিয়া ব্যাক্তিত্ব প্রবীন চিকিৎসক রোটারিয়ান ডা. জহুরুল ইসলাম, মমতা নার্সিং ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা কৃষিবিদ মনিরুজ্জামান বাবুল ও শবনম মুস্তারী মমির।

বক্তরা নার্সিং পেশার পুর্বতন, বর্তমান ও আধুনিক সময়কাল এবং উচ্চতর শিক্ষার সুযোগ সম্ভাবনা তুলে ধরেন। এছাড়াও রাজশাহীর একজন নার্স শিক্ষার্থীর জাপানি মনোবসু বৃত্তিমুলক পড়াশোনার উদাহরণ টেনে নার্সিং শিক্ষার দিগন্তে স্বপ্নের সমান উচ্চতায় পৌছাবার উদাত্ত আহ্বান জানান তারা। বিশ্বব্যাপী চিকিৎসা সেবায় সেবিকাদের অপার সুযোগ ও সম্ভাবনায় সৃজনশীলতা সৃষ্টিতে আগত নবীনদের মনোযোগি হওয়ার আহবান জানান বক্তরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে