রাজশাহীতে চাঁদাবাজির বিরুদ্ধে সিএনজি চালকদের প্রতিবাদ

প্রকাশিত: আগস্ট ১০, ২০২২; সময়: ৯:৪৫ অপরাহ্ণ |
রাজশাহীতে চাঁদাবাজির বিরুদ্ধে সিএনজি চালকদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-কাঁকনহাট রুটের সিএনজি চালকদের থেকে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সিএনজির সাধারণ চালকেরা।

বুধবার (১০ আগস্ট) বিকেলে নগরীর টিকাপাড়া ঈদগাহ্ ময়দানে এ কর্মসূচি পালন করেন তারা। এই রুটের প্রায় শতাধিক সিএনজি চালক তাদের গাড়ি নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় তারা বলেন, দীর্ঘদিন থেকে নগরীর কাশিয়াডাঙ্গা থেকে কাঁকনহাট প্রায় ২৫ কিলোমিটারের পথে সিএনজি চালাচ্ছেন তারা। এতে তাদের অভিযোগ পথে কিংবা সিএনজি স্ট্যান্ডে কারণে-অকারণে তাদের থেকে চাঁদা আদায় করা হচ্ছে।

তারা আরো বলেন, কাঁকন হাটের সিএনজি স্ট্যান্ড মাষ্টার শুভ তাদের থেকে চাঁদা আদায় করছেন। এ সময় কিছু সিএনজি চালক চাঁদা না দিলে মারধরেরও অভিযোগ তুলেছেন। সিএনজি চালকরা এ নিয়ে বহুবার অভিযোগ করলেও অদৃশ্য কারণে মালিক পক্ষ থেকে কোন ধরনের উদ্যোগ নেয়া হয়নি বলেও অভিযোগ তাদের।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে