মহাদেবপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

প্রকাশিত: আগস্ট ১০, ২০২২; সময়: ৭:২৪ অপরাহ্ণ |
মহাদেবপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : “ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীদের ভূমিকা” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর মহাদেবপুরে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার দুপুরে জেলা পরিষদ ডাকবাংলোয় অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি দিলীপ পাহানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুবাস চন্দ্র হেমরম।

জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক যোগেশ উরাও এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, কোষাধ্যক্ষ সুধীর তির্কী, আদিবাসী যুব পরিষদ নওগাঁ জেলা শাখার উপদেষ্টা মোঃ মোশারফ হোসেন চৌধুরী, মহাদেবপুর উপজেলা শাখার উপদেষ্টা, সাংবাদিক ও নাট্যকার আজাদুল ইসলাম আজাদ, আদিবাসী ছাত্র পরিষদের রাজশাহী বিভাগীয় সভাপতি নকুল পাহান, মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি চঞ্চল পাহান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাইগাঁ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান সরদার, চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন, হাতুড় ইউনিয়ন আওয়ামীলীগের সভ সভাপতি মোশারফ হোসেন, জাতীয় আদিবাসী পরিষদ জেলা কমিটির যুগ্ম আহবায়ক মহেন্দ্র পাহান, পোরশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইচন পাহান, পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক দীলিপ চৌহান, জাতীয় আদিবাসী পরিষদের সদস্য বিভূতি ভূষণ মাহাতো প্রমূখ।

এর আগে একটি র‌্যালী উপজেলা চত্তর থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে আদিবাসী ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে