দুই দিন পরেও ডিলিট করা যাবে হোয়াটসঅ্যাপ মেসেজ

প্রকাশিত: আগস্ট ১০, ২০২২; সময়: ১১:৫৮ পূর্বাহ্ণ |
দুই দিন পরেও ডিলিট করা যাবে হোয়াটসঅ্যাপ মেসেজ

পদ্মাটাইমস ডেস্ক : তিনটি নতুন ফিচার নিয়ে আসছে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ফিচারগুলো বর্তমানে পরীক্ষা করা হচ্ছে। শিগগিরই যা ব্যবহারকারীদের অ্যাকাউন্টে রোল আউট করা শুরু হবে।

দুই দিন পরেও ডিলিট করা যাবে মেসেজ

ভুল করে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে দিলে সেই মেসেজ দুই দিন পর্যন্ত ডিলিট করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। একটি টুইটে এই ফিচার নিশ্চিত করেছে হোয়াটসঅ্যাপ। কোন মেসেজ সেন্ড করার পর পরবর্তী ২ দিন ১২ ঘণ্টা পর্যন্ত সেই মেসেজ ডিলিট করার সময় পাওয়া যাবে। শুধু টেক্সট মেসেজ নয়, ছবি এবং ভিডিও এর ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হবে।

গোপনে ছাড়া যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ

গ্রুপ থেকে লিভ নিলে কেউ জানতে পারবে না এমন একটি ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত মেসেজিংয়ের পাশাপাশি গ্রুপ ফিচার বেশ জনপ্রিয়। তবে অনেকেই এই গ্রুপ চ্যাটে বিরক্ত হন। তাদের জন্য এই ফিচার উপকারি হতে পারে।

গোপন থাকবে অনলাইন স্ট্যাটাস

হোয়াটসঅ্যাপে রয়েছে প্রোফাইল পিকচার, স্ট্যাটাস এবং লাস্ট সিন গোপন রাখার অপশন। কিন্তু অনলাইন স্ট্যাটাস গোপন রাখার বিকল্প এখনও পর্যন্ত চালু হয়নি। ব্যবহারকারী যখনই অ্যাপ ওপেন করে তার প্রোফাইলের নিচে একটি ‘অনলাইন’ অপশন দেখায়। যা বোঝায় সেই ব্যক্তি হোয়াটসঅ্যাপে অ্যাকটিভ রয়েছে।

হোয়াটসঅ্যাপে অনলাইন স্ট্যাটাস গোপন রাখার জন্য দুটি অপশন আসছে। প্রথমটি হচ্ছে ‘এভরিওয়ান’। যার মাধ্যমে সবাই দেখতে পাবে আপনি অনলাইন রয়েছেন। দ্বিতীয়টি হলো ‘সেম এজ লাস্ট সিন’।

অর্থাৎ লাস্ট সিন অপশনে আপনি যা সিলেক্ট করবেন তাই দেখানো হবে। আপনি যদি কাউকেই আপনার অনলাইন স্ট্যাটাস দেখাতে না চান তাহলে প্রথমে লাস্ট সিন অপশনে গিয়ে ‘নোবডি’ সিলেক্ট করুন। তারপর অনলাইন অপশনে এসে ‘সেম এজ লাস্ট সিন’ অপশন সিলেক্ট করুন।

নতুন ফিচার তিনটি অ্যান্ড্রয়েড এবং আইফোনে পাওয়া যাবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে