সিরাজগঞ্জে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সমাবেশ

প্রকাশিত: আগস্ট ৯, ২০২২; সময়: ৫:৫৬ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সিরাজগঞ্জে সমতলের আদিবাসীদের সমাবেশ করেছে বাংলাদেশ তৃনমুল ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশন কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপানে বাংলাদেশ তৃনমুল ক্ষুদ্র নৃ গোষ্ঠী ফেডারেশন কন্দ্রেয়ী কমিটির সভাপতি শিপন সিং এর সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ উদ্ধোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন।

এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড.কে এম হোসেন আলী হাসান, মুক্তিযোদ্ধা একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড.আবুল আজাদসহ আদিবাসী নেতৃবৃন্দ। এসময় বক্তরা সমতলে বসবাসরত ক্ষু নৃ গোষ্ঠীর মানুষের জন্য চাকরির কোঠা, স্থানীয় সরকার সহ জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবি জানান।

বক্তরা বলেন পার্বত্য বিষায়ক মন্ত্রনালয় না করে আদিবাসী মন্ত্রনালয় করে হলে পাহাড়ী আদিবাসীদের পাশাপাশি সমতলের আদিবাসীরাও রাস্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা পেতো। দেশের ২২ জেলার সমতলের আদিবাসী এই সমাবেশে বাদ্যবাজনা নিয়ে অংশ গ্রহন করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে