ইবিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

প্রকাশিত: আগস্ট ৯, ২০২২; সময়: ৫:৪৬ অপরাহ্ণ |
ইবিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২২ উদযাপিত হয়েছে। ‘ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীদের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে যৌথভাবে দিবসটি উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের সমতল আদিবাসী ছাত্র সংগঠন এবং জুম্ম ছাত্র কল্যাণ সমিতি।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ আগস্ট) সকালে আদিবাসী ছাত্রদের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের জিয়া মোর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন জুম্ম ছাত্র কল্যাণ সমিতির সভাপতি বিশাল চাকমা, সাধারণ সম্পাদক অংসিংমং মারমা এবং সমতল আদিবাসী ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক জুলিয়ান হেমরম জয়, সহ-সভাপতি স্বপন টপ্য প্রমুখসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধ শতাধিক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।

র‍্যালি শেষে সংগঠনটির নেতারা বলেন, আন্তর্জাতিক আদিবাসী দিবস স্বীকৃতির ২৮ বছর পেরিয়ে গেলেও আমরা বাংলাদেশে এখন পর্যন্ত আদিবাসীর সাংবিধানিক স্বীকৃতি পাই নি। এখনও আমাদের বিভিন্ন হয়রানির শিকার হতে হয়। এসময় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি দখল রোধে প্রতি জেলায় ভূমি কমিশন প্রতিষ্ঠা, আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও শোষণ বঞ্চনা প্রতিরোধে সরকারি মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানান তারা।

প্রসঙ্গত, ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতি বছর ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশের আদিবাসীদের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় উপজাতি হিসেবে আখ্যায়িত করলেও বাংলাদেশের আদিবাসীরা নিজেদের আদিবাসী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। জাতিসংঘ তাদের দাপ্তরিক কাজে ইন্ডিজিনাস অর্থাৎ আদিবাসী শব্দটি ব্যবহার করে থাকে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে