রিপোর্টের ওপর নির্ভর করছে সোহানের এশিয়া কাপ ভবিষ্যৎ

প্রকাশিত: আগস্ট ৯, ২০২২; সময়: ২:২৮ অপরাহ্ণ |
খবর > খেলা
রিপোর্টের ওপর নির্ভর করছে সোহানের এশিয়া কাপ ভবিষ্যৎ

পদ্মাটাইমস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ-হাতের আঙুলে আঘাত পান এই ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক নুরুল হাসান সোহান। দ্রুত চিকিৎসার জন্য সিরিজ না খেলে দেশে ফিরে আসেন তিনি।

উন্নত চিকিৎসার জন্য সোহানকে এরই মধ্যে দেশের বাইরে (সিঙ্গাপুরে) পাঠানো হয়েছে। সোহানের আঙুলে সফলভাবে অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে। ধারণা করা হচ্ছে, এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের সুস্থ হতে তিন সপ্তাহ সময় লাগবে।

এমতাবস্থায় এশিয়া কাপে সোহানের খেলা নিয়ে সংশয় থেকেই যায়। তবে সোহানের পরবর্তী এক্স-রে রিপোর্টে পজিটিভ ফলাফল আসলে দুই সপ্তাহের মধ্যেও সুস্থ হতে পারেন তিনি।

তখন আবার এশিয়া কাপে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে দেখা যেতে পারে। ফলে সোহানের এশিয়া কাপ ভাগ্য নির্ভর করছে পরবর্তী এক্স-রে’র রিপোর্টের ওপর।

এর আগে চলতি জিম্বাবুয়ে সিরিজেই মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে টি-২০ দলের নেতৃত্ব দেওয়া হয় উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে। তার নেতৃত্বের শুরুটা হয়েছে ভালো-মন্দে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ হারলেও দ্বিতীয় ম্যাচে জয় পায় বাংলাদেশ।

সেই ম্যাচেই চোট পান সোহান। হাসান মাহমুদের বোলিংয়ে বল ফেরাতে গিয়ে এই আঘাত পান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে