গোরস্থানে লাশের সারি, হাসপাতালে আহতের ভিড়

প্রকাশিত: আগস্ট ৯, ২০২২; সময়: ১২:১৫ অপরাহ্ণ |
গোরস্থানে লাশের সারি, হাসপাতালে আহতের ভিড়

পদ্মাটাইমস ডেস্ক : ফিলিস্তিনের রাজধানী গাজার হাসপাতালে এখন আহতদের ভিড়। রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার-নার্সরা।

তিন দিন ধরে চলা ইসরাইল-ফিলিস্তিন সংঘর্ষে আহত হয়েছেন কয়েক শতাধিক ফিলিস্তিনি। ইসরাইল সামরিক বাহিনী এবং ফিলিস্তিনের জিহাদি গোষ্ঠী, প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ (পিআইজে)-এর মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।

সোমবার দুপক্ষের চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ঘোষণা করা হয় যুদ্ধবিরতি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সংঘর্ষে নিহত ৪৪ জনের মধ্যে ১৫ জনই শিশু। একটি হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, ‘আমাদের এখানে ২৫ জনেরও বেশি ব্যক্তির অবিলম্বে সার্জারি প্রয়োজন।

গুরুতরভাবে আহতরা আছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে। আহতদের মধ্যে আছে শিশু, নারী থেকে শুরু করে বৃদ্ধরা। ইসরাইলের অত্যধিক বোমা হামলার চিত্র স্পষ্টভাবে তুলে ধরছে এই হতাহতের চিত্র।’

যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পরে প্রিয়জনের শেষ চিহ্ন হন্নে হয়ে খুঁজে বেরাচ্ছেন মানুষ। ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসছে আহত মানুষ আর মরদেহ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে