ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

প্রকাশিত: আগস্ট ৯, ২০২২; সময়: ১১:৫৪ পূর্বাহ্ণ |
ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

পদ্মাটাইমস ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। এমন এক সময় এই তল্লাশি চালানো হল, যখন ২০২৪ সালে তৃতীয়বারের মত প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প।

এ তল্লাশির বিষয়ে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, জাতির জন্য আজ এক কলঙ্কজনক দিন।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, হোয়াইট হাউস থেকে বেআইনিভাবে গোপন নথি সরানো এবং ধ্বংস করার অভিযোগে বিচার বিভাগের নির্দেশে এ তল্লাশি চালিয়েছে এফবিআই।

স্থানীয় সময় সোমবার ফ্লোরিডার পাম বিচ শহরের মার-এ-লাগোর বাড়িতে বিপুল সংখ্যক এফবিআই এজেন্ট তল্লাশি চালায়। এ সময় একটি সিন্দুকও ভেঙে ফেলা হয় বলে জানিয়েছেন ট্রাম্প।

তল্লাশি শেষে সেখান থেকে বেশ কিছু নথি ও সরঞ্জাম সাথে নিয়ে যায় সংস্থাটি।

মার্কিন গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রের সাবেক কোনো প্রেসিডেন্টের বাড়িতে এফবিআইয়ের তল্লাশির ঘটনা বনজিরবিহীন।

তবে তল্লাশির সময় ফ্লোরিডার বাড়িতে ছিলেন না তিনি। জানা গেছে, নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে অবস্থান করছেন তিনি।

ট্রাম্প বলছেন, অতীতেও তদন্তের ক্ষেত্রে সরকারি সংস্থাকে সহযোগিতা করেছেন তিনি। তার বাড়িতে এভাবে নজিরবিহীন তল্লাশি চালানোর কোনো প্রয়োজন ছিল না।

তিনি যাতে আগামীতে নির্বাচনে অংশ নিতে না পারেন তাই এ পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন ট্রাম্প। একইসাথে এ ঘটনাকে ‘নিয়মের লঙ্ঘন’ বলে উল্লেখ করেন তিনি।

তৃতীয় বিশ্বের কোনো ব্যর্থ রাষ্ট্রে এরকম ঘটনা ঘটা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, দুঃখের বিষয় হলো আমেরিকাও এখন সেরকম একটা দেশে পরিণত হয়েছে।

এ বিষয়ে হোয়াইট হাউস বা এফবিআই’এর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে