প্যান্টের পকেটে ইয়াবা, পুলিশ দেখে দৌড়

প্রকাশিত: আগস্ট ৮, ২০২২; সময়: ৭:০৩ অপরাহ্ণ |
প্যান্টের পকেটে ইয়াবা, পুলিশ দেখে দৌড়

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার আদমদীঘিতে সাবেক এনজিও কর্মী শেখ মোঃ মনিরুজ্জামান ঝন্টু (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার প্যান্টের পকেট থেকে ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের সাঁতাহার মহল্লার শেখ আক্কাস আলীর ছেলে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রবিবার রাত ৯টায় উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা আহসানউল্লাহ ইন্সটিটিউশনের উত্তর-পশ্চিম কোণে একব্যক্তি প্যান্টের পকেটে ইয়াবা নিয়ে বিক্রির জন্য অবস্থান করছিলেন। পুলিশ সেখানে পৌঁছা মাত্রই আসামী মনিরুজ্জামান ঝন্টু দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার পরিহিত ফুল প্যান্টের সামনের বাম পাশের পকেট তল্লাশী করে ৪২ পিস ইয়াবা পাওয়া যায়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে জেল হাজতে পাঠানে হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে