বাগমারায় মহিলা লীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: আগস্ট ৮, ২০২২; সময়: ৬:৫০ অপরাহ্ণ |
বাগমারায় মহিলা লীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা মহিলা লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী পালিত। সোমবার বিকেলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহানারা বেগমের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নাসরিন আক্তার মিতা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, রাজশাহী জেলা মহিলা লীগের সহ-সভাপতি নাসরিন আক্তার লাভলী, যুগ্ম সাধারণ সম্পাদক জয় জয়ন্তি সরকার মালতি, খতেজান বেগম, সাংগঠনিক সম্পাদক নাছিমা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষষক সম্পাদক মাসুদ রানা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মাতিনুর রহমান মতিন, সদস্য জয়নাল আবেদীন, সাবেক জেলা পরিষদ সদস্য নার্গিস বেগম, উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, কৃষক লীগের সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইসমাইল হোসেন সান্টু, উজ্জল হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জাতির জনক সহ তার পরিবারের সদস্য ও সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে