পত্নীতলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: আগস্ট ৮, ২০২২; সময়: ৬:০৪ অপরাহ্ণ |
পত্নীতলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের চেতনা” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা’র ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালী শহরের প্রধান সড়ক সড়কগুলো প্রদিক্ষন করে পরে উপজেলা পরিষদের মিলনায়তনে ইউএনও লিটন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন থানার ওসি শামসুল আলম শাহ্, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা আমিনুল ইসলাম সহ মুক্তিযোদ্ধা গন, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ প্রমূখ এ সময় সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরন করা হয়।

অপর দিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকালে দলীয় কার্যালয়ে দিবসটি উদযাপন উপলক্ষে পতাকা উত্তলন, দোয়া মোনাজাত, নিরবতা পালন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে